Skip to main content

Posts

Showing posts from November, 2020

নিষিদ্ধ পল্লী বন্ধু এবং আমরা

  সবাই স্বীকার করে নিলো, যে কেউ উকি ঝুকি দিবে না সুচির মোবাইলে আর জহির এসব কথা কোনদিন ও জানবে না। ওদের কাছ থেক ওয়াদা পেয়ে সুচি খুজে খুজে ৩ টা পিক বের করে দেখালো ওদেরকে, দারুন দারুন হট আর ছোট টাইপের কাপড় পড়া, সল্প পোশাকের, পিক সেগুলি। সুচির শরীরের প্রতিটি ভাজ দেখা যাচ্ছে সেই পিকগুলিতে। সেগুলি দেখে সবাই সুচির রুপের, ওর ফিগারের, ও যে নিজের খুব যত্ন নেয়, এইসব বলে ওকে প্রশংসার সাগরে ভাসাতে লাগলো। নিজের রুপের প্রসংসা শুনতে কে না ভালোবাসে? কিন্তু এতদিন জহিরের বন্ধুরা জহিরের সামনে এভাবে ওর রুপের প্রশংসা করতে পারতো না, আজ যেন সেই বাঁধা না থাকায়, ওরা মন খুলে সুচির সাথে কথা বলতে লাগলো। ঠিক এমন সময়েই টিভিতে উত্তেজনা চলছে, বার্সেলোনার এক খেলোয়াড় বল নিয়ে প্রায় গোল দিয়েই ফেলেছিলেন, কিন্তু গোলকিপার গোল ঠেকিয়ে দিলো, সবাই আবার টিভির দিকে মনোযোগ দিলো, কিন্তু গোলকিপারের হাত থেকে বল ছুটে বেরিয়ে গেলো, আর এক সুযোগ সন্ধানি খেলোয়াড় চট করে বলটাকে দ্বিতীয়বার মেরে গোল করে দিলো, ফাইনালে দলের প্রথম গোল, সবাই হই হুল্লুর করে উঠে দাঁড়ালো, শারিফ তো সুচিকে জোরে দুই হাত দিয়ে জড়িয়েই ধরলো খুশিতে। যদি ও এটা খুশি প্রকাশ ...